রামগড়ে ভ্রাম্যমান আদালতের ৫টি ইটভাটায় জরিমানা

রামগড় প্রতিনিধি:-
রামগড় উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতা আফরিন কর্তৃক রামগড় উপজেলায় ৫টি ইট ভাটায় সোমবার দুপুরে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, লাইসেন্স ব্যতীত ইটভাটায় ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর ৪ ধারার অপরাধে একই আইনের ১৪ ধারা মোতাবেক হাজেরা ব্রিকস- নুরুল ইসলাম ব্রিকস- নুরজাহান ব্রিকস- আপন ব্রিকস ও মেঘনা ব্রিকসকে ২ লাখ ৫০ হাজর টাকা অর্থদন্ড পূর্বক আদায় করা হয়। আদায়কৃত অর্থ সরকারি কোষাগারে চালানের মাধ্যমে জমা দেওয়া হবে। কর্তৃপক্ষ এ প্রতিনিধিকে আরো জানান, অভিযান পরিচালনা কালে ইট ভাটায় অবস্থিত টিনের চিমনি সমূহ ঘটনাস্থলেই ভূপাতিত করা হয়।
অভিযান পরিচালনা কালে রামগড় উপজেলা নির্বাহী অফিসের উপ প্রশাসনিক কর্মকর্তা শরিফুল ইসলাম, রামগড় থানা পুলিশ ফোর্স, বন বিভাগ ও ফায়ার সার্ভিসের একটি টিম সরজমিনে উপস্থিত ছিলেন।