রামগড়ে বিজিবি কর্তৃক ১’শ ঘনফুট গাছ আটক

Homeস্লাইড নিউজশিরোনাম

রামগড়ে বিজিবি কর্তৃক ১’শ ঘনফুট গাছ আটক

রামগড় প্রতিনিধি: রামগড় জোন ৪৩ বডার গার্ড ব্যাটালিয়ন কর্তৃক বুধবার (৩১ আগস্ট) বিকালে রামগড় ১নং ইউপিস্থ ব্রতচন্দ্রপাড়া নামক এলাকা থেকে ৯৪.৫৪ ঘনফুট বিভিন

খাগড়াছড়ি নারী ও শিশু নির্যাতন ও ইয়াবা দিয়ে ফাঁসানোর ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন ভুক্তভোগীর
রামগড়ে সীমিত পরিসরে পালিত হয়েছে জন্মাষ্টমী উৎসব
মানিকছড়িতে কারিতাসের সুবিধাভোগীর মাঝে প্রশিক্ষণ

রামগড় প্রতিনিধি: রামগড় জোন ৪৩ বডার গার্ড ব্যাটালিয়ন কর্তৃক বুধবার (৩১ আগস্ট) বিকালে রামগড় ১নং ইউপিস্থ ব্রতচন্দ্রপাড়া নামক এলাকা থেকে ৯৪.৫৪ ঘনফুট বিভিন্ন জাতে কনাক গোল কাঠ জব্দ করেছে বিজিবি জোয়ানরা।

যার বর্তমান বাজার দর ১লাখ ১৩ হাজার ৪শত আটচল্লিশ টাকা। বিজিবি কর্তৃপক্ষ এ প্রতিননিধিকে জানান,জব্দকৃত কাঠ রামগড় বনবিটে জমা করা হয়েছে।

রামগড় জোন ও ৪৩ বিজিবি পরিচালক অধিনায়ক লে: কর্ণেল মো: হাফিজুর রহমান, পিএসসি এ প্রতিনিধিকে জানান, জোনের অধীনস্থ এলাকায় সীমান্ত রক্ষার পাশাপাশি পাচার ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।