লক্ষ্মীছড়ি জোনে মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

 লক্ষ্মীছড়ি জোনে মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষীছড়ি জোন সদরে সেনাবাহিনীর মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৭ আগস্ট রবিবার লক্ষ্মীছড়ি জোনের সম্মেলন কক্ষে আয়াজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন লে. কর্নেল মো. রাশেদুজ্জামান রাশেদ, পি.এস.সি,জি। সভায় উপস্থিত ছিলেন লক্ষীছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান বাবুল চৌধুরী, মানিকছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: জয়নাল আবেদিন, লক্ষ্মীছড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান রাজু চাকমা, ইউপি চেয়ারম্যান প্রবিল চাকমা ও ত্রিলন চাকমা, সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ।

মত বিনিময় সভায় লে. কর্নেল মো. রাশেদুজ্জামান, পিএসসিজি বলেন, এলাকায় শান্তিপূর্ণ সহাব্স্থান বজায় রাখতে হবে। কোনো অপশক্তি যাহাতে এলাকার শান্তি বিনষ্ট করতে না পারে সেজন্য সকলকে সজাগ থাকার আহবান জানান জোন কমান্ডার। সভায় শিক্ষা, স্বা্স্থ্য ও যোগাযোগ বিষয়সহ নানা দিক তুলে ধরা হয়।

এছাড়াও মতবিনিয় সভায় লক্ষ্মীছড়ি জোনের জেডএসও মেজর গাফফারুজ্জামান, এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন এস এম আরিফ মইন সহ সেনা অফিসারগণ উপস্থিত ছিলেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post