স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জলার লক্ষ্মীছড়ি উপজেলার কৃর্তি সন্তান ও অনুর্ধ ১৯ জাতীয় মহিলা দলের অন্যতম সেরা খেলোয়ার মনিকা চাকমাকে গণ সংবর্ধনা দিয়েছে লক্ষ
স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জলার লক্ষ্মীছড়ি উপজেলার কৃর্তি সন্তান ও অনুর্ধ ১৯ জাতীয় মহিলা দলের অন্যতম সেরা খেলোয়ার মনিকা চাকমাকে গণ সংবর্ধনা দিয়েছে লক্ষ্মীছড়ি উপজেলা এলাকাবাসী।
৯মে বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান বাবুল চৌধুরী। অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন অনুর্ধ ১৯ মহিলা জাতীয় দলের সেরা খেলোয়ার ম্যাজিকেল মনিকা চাকমা। এছাড়াও বক্তব্য রাখেন লক্ষ্মীছড়ি থানার অফিসার ইনচার্জ আব্দুর জব্বার, মনিকা চাকমার শিক্ষাক ঘাগড়া উচ্চ বিদ্যালয়ের সহতারি শিক্ষক সুশীমনি চাকমা, দুল্যাতলী ইউপি চেয়ারম্যান ত্রিলন চাকমা।
অনুষ্ঠানে মনিকা চাকমাকে লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদ ও প্রশাসন এবং লক্ষ্মীছড়ি উপজেলা আওয়ামীলীগ ও সকল অঙ্গসংগঠনের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরে লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদ ও সকল ইউনিয়ন পরিষদ সহ এলাকার বিভিন্ন নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের পক্ষ থেকে পুষ্প মাল্য ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান দিপান্তর চাকমা রাজু, মহিলা ভাইস চেয়ারম্যান সুমনা চাকমা, লক্ষ্মীছড়ি ইউপি চেয়ারম্যান প্রবিল কুমার চাকমা, দুল্যাতলী ইউপি চেয়ারম্যান ত্রিলন চাকমা, বর্মাছড়ি ইউপি চেয়ারম্যান হরি মোহন চাকমা প্রমুখ।
উল্লেখ্য ২০১১ সালে বেগম ফজিলাতুনন্নেছা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে মরাচেঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয় লক্ষ্মীছড়ি উপজেলা চ্যাম্পিয়ন হয়ে খাগড়াছড়ি জেলা সেরা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে চট্টগ্রাম বিভাগীয় পর্যায় তৃতীয় স্থান লাভ করে মনিকা চাকমার টীম। এর পর তৎকালীন লক্ষ্মীছড়ি ইউপি চেয়ারম্যান রাজেন্দ্র চাকমার সহযোগীতায় রাঙ্গামাটি ঘাগড়া উচ্চ বিদ্যালয়ে ভর্তি হলেও ফুটবলকে ছাড়েন নি। এর পর থেকে ফুটবলে দেশের সীমানা ছাড়িয়ে বিদেশের মাটিতেও দেশের পতাকার সুনাম রেখেছেন অতি দরিদ্র ঘরে জন্ম নেয়া এই মনিকা চাকমা। এ বছর ফিফা র্যাংকিং এ সেরা গোলে ৫ম স্থানে রয়েছেন এবং মনিকা চাকমার নাম দেয়া হয় ম্যাজিকেল চাকমা।