খাগড়াছড়ি প্রতিনিধি: মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নির্দেশে দেশব্যাপি বৃক্ষরোপন কর্মসূচি ২০২০ বাস্তবায়নের লক্ষ্যে খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায়
খাগড়াছড়ি প্রতিনিধি: মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নির্দেশে দেশব্যাপি বৃক্ষরোপন কর্মসূচি ২০২০ বাস্তবায়নের লক্ষ্যে খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় কৃষকলীগের উদ্যোগে চারা বিতরণ ও বৃক্ষ রোপন কর্মসূচি পালিত হয়েছে।
২৯জুন সোমবার এ কর্মসূচি উপলক্ষে শতাধীক প্রান্তিক কৃষকদের মাঝে ফলজ চারা বিতরণ করা হয়। এসময় উপজেলা চেয়ারম্যান বাবুল চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার জাহিদ ইকবাল, খাগড়াছড়ি জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক এস. এম. ইউছুফ আলী ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন ব্যাপারি, জেলা কৃষকলীগের আইন বিষয়ক সম্পাদক মো: নুর হোসেন, গুইমারা উপজেলা কৃষকলীগের আহবায়ক সাইফুল ইসলাম (ফরিদ) ও লক্ষ্মীছড়ি উপজেলা কৃষকলীগের আহবায়ক মো: শাহজাহান বিশ্বাস। এ কর্মসূচি পালন উপলক্ষে বিভিন্ন স্থানে ফলজ চারা রোপন করা হয়।