লক্ষ্মীছড়ি বিএনপির উদ্যোগে দ্রব্য মূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে প্রতীকী অনশন
স্টাফ রিপোর্টার: কেন্দ্র ঘোষিত কর্মসূচির আলোকে সর্বগ্রাসী অব্যাহত সন্ত্রাসী কর্মকান্ড, দুর্নীতি এবং বাজার অব্যবস্থাপনার কারণে তেল, গ্যাস, পানি, বিদ্যুৎ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছে খাগড়াছড়ির জেলার লক্ষ্মীছড়ি উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন।
৩১মার্চ বৃহস্পতিবার লক্ষ্মীছড়ি উপজেলা বিএনপির কার্যালয়ে সামনে নেতা-কর্মীরা এ প্রতীকী অনশন কর্মসূচি পালন করে। কর্মসূচি শেষে জুস পান করিয়ে অনশন ভাঙ্গান সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও উপজলা বিএনপির সহ-সভাপতি অংগ্য প্রু মারমা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফোরকান হাওলাদার, সাধারণ সম্পাদক মোঃ মোবারক হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল করিম, সিনিয়র সহসভাপতি মোঃ দেলোয়ার ফরাজী, যুগ্ম সম্পাদক মোঃ সামশুল ইসলাম উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ মকবুল আহমেদ, ছাত্রদলের আহবায়ক উথোয়াইচিং মরামা উত্তম,কৃষকদলের সভাপতি কামাল হোসেন ফারুক, স্বেচছাসেক দলের আহবায়ক মো: রিয়াজসহ ওয়ার্ড ও ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এসময় বক্তারা সরকারের নানা ব্যর্থতা তুলে ধরে বক্তব্য রাখেন।