শেখ রাসেল দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ লক্ষ্মীছড়িতে
মো: রাজু আজম: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেল দিবস – ২০২১ উপলক্ষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে লক্ষীছড়ি উপজেলা প্রশাসন।
১৮ অক্টোবর সোমবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে শহীদ শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। লক্ষীছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়াছিন আলোচনা সভায় সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষীছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান বাবুল চৌধুরী। আলোচনা সভা শেষে উপস্থিত বক্তৃতা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পরে শহীদ শেখ রাসেল দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন উপস্থিত অতিথিবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন লক্ষীছড়ি থানার ওসি(তদন্ত), উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা কাজি সাইফুল আলম, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মো: বিল্লাল হোসেন ব্যাপারি, ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ।