• December 12, 2024

সাগর-রুনি খুনিদের শাস্তির দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন

খাগড়াছড়ি প্রতিনিধি: সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকান্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন করেছে সাংবাদিকেরা। সোমবার সকালে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে শাপলা চত্বরে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

সাংবাদিক ইউনিয়ন সভাপতি নুরুল আজমের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন খাগড়াছড়ির জ্যেষ্ঠ সাংবাদিক তরুণ ভট্টাচার্য্য ও এইচ এম প্রফুল্ল প্রমুখ।

৭ বছরেও সাগর রুনি হত্যাকা-ের সাথে জড়িতদের চিহ্নিত করতে না পারায় ঘটনায় সাংবাদিকেরা ক্ষোভ জানিয়ে অবিলম্বে হত্যাকা-ের সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি সাগর রুনির পরিবারসহ সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।

প্রসঙ্গত, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারী রাজধানীর বাসায় খুন হয় সাংবাদিক দম্পতি সাগর-রুনি।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post