• March 25, 2025

সিন্দুকছড়ি সেনা জোনের পক্ষ থেকে মানবিক সহায়তা প্রদান

 সিন্দুকছড়ি সেনা জোনের পক্ষ থেকে মানবিক সহায়তা প্রদান

Oplus_131072

বি এম বাশার:-

খাগড়াছড়ি জেলার গুইমারা রিজিয়নের অন্তর্গত আর্টিলারীর ২০ফিল্ড রেজিমেন্ট সিন্দুকছড়ি জোন বিভিন্ন ধরনের দায়িত্বপূর্ণ এলাকার আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি আর্থ সামাজিক ও উন্নয়নমূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে।

৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে জালিয়াপাড়া শহিদ লেঃ মুশফিক উচ্চ বিদ্যালয়ের মাঠে বিদ্যুৎ বিহীন পরিবারে মাঝে সোলার প্যানেল, অসহায় পরিবারের মাঝে সেলাই মেশিন, আগুনে পুড়ে যাওয়া পরিবারের মাঝে ঢেউটিন, স্কুল এবং ক্লাবে খেলাধুলার সামগ্রী সহায়তা প্রদান, কৃষকদের মাঝে স্প্রে মেশিন, গরিব মেধাবী শিক্ষার্থীদের বই, মসজিদ মাদ্রাসায় সহায়তা, শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ সহ আর্থিক সহায়তা, মন্দিরে সহায়তা প্রদানসহ দুঃস্থ পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান করেন বাংলাদেশ সেনাবাহিনী।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আবুল কালাম শামসুদ্দিন রানা PBGM, NDC, AFWC PSC, G এছাড়াও উপস্থিত ছিলেন ২০ফিল্ড রেজিমেন্ট আর্টিলারীর সিন্দুকছড়ি জোন কমান্ডার লেঃ কর্ণেল ইসমাইল সামস আজিজি পিএসসি, জি।

এ সময় ব্রিগেড কমান্ডার উপস্থিত সকলকে দলমত নির্বিশেষে শান্তি, শৃঙ্খলা বজায় রেখে বসবাসের পরামর্শ দেন এবং সহযোগীতা কামনা করেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post