সিন্দুকছড়িতে সুবিধা বঞ্চিতদের মাঝে সেনাবাহিনীর বিশেষ সহায়তা
![সিন্দুকছড়িতে সুবিধা বঞ্চিতদের মাঝে সেনাবাহিনীর বিশেষ সহায়তা](https://pahareralo.com/wp-content/uploads/2022/01/Pic-Army.jpg)
স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ির গুইমারা উপজেলার প্রত্যন্ত পাহাড়ি এলাকার হত-দরিদ্র ও সুবিধা বঞ্চিত বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মাঝে ৩ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী সিন্দুকছড়ি জোনের উদ্যেগে বিশেষ সহায়তা প্রদান করা হয়েছে।
২৪ পদাতিক ডিভিশন ও গুইমারা রিজিয়নের সার্বিক তত্ত্বাবধানে রোববার সকালে জোন সদরে অসহায়দের হাতে সেলাই মেশিন, বিভিন্ন প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী, শীতবস্ত্র কম্বল ও নগদ অর্থ তুলে দেন জোন অধিনায়ক লেঃ কর্ণেল দেওয়ান মঞ্জুরুল হক।
এ সময় তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী চিকিৎসা, খাদ্য ও বস্ত্র সহায়তা প্রদানের মাধ্যমে সাধারণ মানুষের পাশে আছে। এ ধারা অব্যাহত থাকবে। এসময় সিন্দুকছড়ি জোনের সামরিক পদস্থ কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।