• December 12, 2024

সিন্দুকছড়ি জোন কর্তৃক মানিকছড়ি প্রেসক্লাবে এলইডি টিভি প্রদান

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলা প্রেসক্লাবে সিন্দুকছড়ি জোনের সেনাবাহিনীর পক্ষ হতে এলইডি টেলিভিশন দেয়া হয়েছে। মানিকছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান জোন কমান্ডারের হাত থেকে (৪২ ইঞ্চি এলইডি) টিভি গ্রহণ করেন।

১৫ এপ্রিল সকাল ১০টায় টিভি হস্তান্তর এবং বাংলা নববর্ষ উপলক্ষে সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সিন্দুকছড়ি জোন কমান্ডার লে.কর্ণেল রুবায়েত মাহমুদ হাসিব,পিএসসি,জি এ অঞ্চলের কৃষ্টিকালচার, ইতিহাস-ঐতিহ্য জাতির সামনে তুলে ধরার মধ্য দিয়ে দেশ অসাম্প্রাদায়িক চেতনায় এবং সম্প্রীতির বন্ধনে সাংবাদিকদের ভূমিকা রাখতে হবে। নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ আরো সুদৃঢ় করে এগিয়ে যেতে প্রধান অতিথি সাংবাদিকদের পরামর্শ প্রদান করেন। পরে তিনি ক্লাবে বিনোদনের জন্য একটি ৪২ ইঞ্চি এলইডি টিভি প্রদান করেন।

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জোন উপ-অধিনায়ক মেজর মো.তৌহিদ সালাউদ্দীন, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আবদুল মান্নান,সদস্য মো. ইসমাঈল হোসেন,মো.জাকির হোসেন, মাই.টিভি’র জেলা প্রতিনিধি এইচ.এম.আলমগীর হোসেন প্রমূখ।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post