হতদরিদ্রদের চিকিৎসার জন্য আর্থিক অনুদান প্রদান করল গুইমারা রিজিয়ন
মোঃ শাহ আলম, গুইমারা: দেশের সমতল এলাকার তুলনায় পাহাড়ে বসবাসরত মানুষ শিক্ষা, চিকিৎসা সহ বিভিন্ন দিকে পিছিয়ে রয়েছে। পাহাড়ে আইন-শৃংখলা রক্ষার পাশাপাশি পার্বত্যাঞ্চলের এসব এপিছিয়ে মানুষের ভাগ্য উন্নয়নে নানামুখী উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়নে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। চিকিৎসা মানুষের মৌলিক অধিকার হওয়া সত্ত্বেও পাহাড়ে হতদরিদ্র মানুষ আর্থিক সংকটের কারণে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। রহমত, মাগফিরাত ও নাযাতের রকমতময় মাস পবিত্র মাহে রমযানে দরিদ্র পাহাড়ী-বাঙ্গালী মানুষের চিকিৎসা সেবায় এগিয়ে এসেছেন ২৪আর্টিলারী ব্রিগেড গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল একেএম সাজেদুল ইসলাম।
৯ মে বৃহস্পতিবার সকালে গুইমারা রিজিয়নের পক্ষ থেকে রিজিয়ন সদর দপ্তরে এক অনাঢম্বর অনুষ্ঠানের মাধ্যমে ৪হতদরিদ্র রোগীকে চিকিৎসার জন্য নগদ অর্থ তুলে দেন গুইমারা রিজিয়ন কমান্ডার একেএম সাজেদুল ইসলাম।
খাগড়াছড়ি’র গুইমারা উপজেলার আমতলী পাড়া এলাকার হতদরিদ্র ফেরদৌস বেগমের শিশুপুত্রের উন্নত চিকিৎসার জন্য পনের হাজার টাকা, রামগড় উপজেলার পাতাছড়া গ্রামের সদ্য বিধবা আমেনা বেগমকে দশ হাজার টাকা, একই উপজেলার মাহবুব নগর এলাকার সড়ক দূর্ঘটনায় আহত নুর মোহাম্মদকে দশ হাজার টাকা এবং থলিবাড়ী এলাকার অগ্নি˜গ্ধ রেমা মারমার আবেদনের প্রেক্ষিতে চিকিৎসার জন্য নগদ পাঁচ হাজার টাকা প্রদান করা হয়। এতে গুইমারা রিজিয়নের বিএম মেজর ফজলে রাব্বী, জিএসও টু মেজর মইনুল আলমসহ সামরিক পদস্থ কর্মকতাগণ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।