খাগড়াছড়িতে পুলিশ অফিসার্স মেস ভবনের উদ্বোধন করলেন আইজিপি

খাগড়াছড়ি প্রতিনিধি: ইন্সপেক্টর জেনারেল অব বাংলাদেশ পুলিশ ড. মোহাম্মদ জাভেদ পাটোয়ারী পিবিএম (বার) বৃষ্পতিবার সকালে নবনির্মিত খাগড়াছড়ি পুলিশ অফিসার্স মেস ভবনের ফলক উন্মোচন করে উদ্বোধন করেছেন। উদ্বোধনী অনুষ্ঠানে ডিআইজি চট্টগ্রাম খন্দকার গোলাম ফারুক, জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ^াস, পুলিশ সুপার মোহাম্মদ আবদুল আজিজসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে ইন্সপেক্টর জেনারেল অব বাংলাদেশ পুলিশ ড. মোহাম্মদ জাভেদ পাটোয়ারী এপিবিএন এবং বিশেষায়িত ট্রেনিং সেন্টারের অস্ত্রগার ভবন, প্যারেড গ্রাউন্ডসহ বিভিন্ন স্থাপনার উদ্বোধন করেন। এসময় ডিআইজি চট্টগ্রাম খন্দকার গোলাম ফারুক, এপিবিএন এবং বিশেষায়িত ট্রেনিং সেন্টারের কমান্ডেন্ট আওরঙ্গজেব মাহবুবসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ইন্সপেক্টর জেনারেল অব বাংলাদেশ পুলিশ ড. মোহাম্মদ জাভেদ পাটোয়ারী সাংবাদিকদের বলেন, বর্তমান সরকারের পরিকল্পিত উদ্যোগে বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধি করা হয়েছে। প্রতিটি পুলিশ সদস্য সুস্থ সমাজ বিনির্মাণে কাজ করে যাচ্ছে।
মাদক, সন্ত্রাস নির্মূলে মাননীয় প্রধান মন্ত্রীর জিরো টলারেন্স নীতি অনুসরণ করে পুলিশ বিভাগের প্রতিটি সদস্য নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছে। পুলিশ হবে জনতার যে অঙ্গীকারে আমরা কাজ করছি, তা আরও বেশি জোরদার করা হবে। পুলিশের সেবা সাধারণ মানুষের দোর গড়ায় পৌঁছে দেওয়ার জন্য পরিকল্পনা মাফিক কাজ করা হচ্ছে। প্রতিটি থানায় সার্ভিস ডেস্ক স্থাপনের নির্দেশনা দেয়া হয়েছে। যেখানে মুক্তিযোদ্ধা, বয়স্ক, নারী এবং প্রতিবন্ধীদের জন্য আলাদা বিশেষ সেবা ব্যবস্থা রয়েছে। পুলিশের এই সেবা ও কল্যাণ মূলক কাজে আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন। আমরা জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে তোলার মাধ্যমে আগামী মুজিববর্ষে আধুনিক বাংলাদেশ গড়ার চলমান গতিধারাকে এগিয়ে নিতে চাই।

Read Previous

রামগড়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ থানায় মামলা

Read Next

গুইমারাতে মোটরসাইকেল চালক আকিবের পরিবারের পাশে পাজেপ চেয়ারম্যান, অনুদান প্রদান