গুইমারা রিজিয়ন মাঠে প্রাণের উৎসব বৈশাখী মেলার উদ্বোধন

স্টাফ রিপোর্টার: বর্ণাঢ্য আয়োজন, মঙ্গল শোভাযাত্রা সহ রঙ্গে রঙ্গে উৎসবে বর্ষবরণ করেছে খাগড়াছড়ি’র গুইমারা’র উৎসব প্রিয় মানুষ। বাংলা নববর্ষ ১৪২৫কে বরণ উপলক্ষে গুইমারা উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া ছাড়াও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা, গুইমারা উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মেমং মারমা, হাফছড়ি ইউপি চেয়ারম্যান চাইথোয়াই চৌধুরী, সিন্দুকছড়ি ইউপি চেয়ারম্যান রেদাক মারমা, গুইমারা কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দিন, হাই স্কুলের প্রধান শিক্ষক সুশীল রঞ্জন পাল, গুইমারা দাখিল মাদ্রাসার সুপার জায়নুল আবদীন সহ পদস্থ সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। বর্ণিল পোশাকে মঙ্গল শোভাযাত্রায় অংশ নিয়েছে চাকমা, মারমা, ত্রিপুরা সহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ। এর আগে গুইমারা উপজেলা পরিষদ চত্তরে পান্তা ভোজনের আয়োজন করা হয় উপজেলা প্রশাসন।

১৪এপ্রিল সকাল ১০টায় গুইমারা উপজেলা পরিষদ থেকে মঙ্গল শোভাযাত্রাটি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে গুইমারা রিজিয়নের উদ্যোগে আয়োজিত আনন্দ র‌্যালিতে যোগ দেয়। পরে গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ কামরুজ্জামানের নেতৃত্বে আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যদের মধ্যে সিন্দুকছড়ি জোন অধিনায়ক লে. কর্ণেল রুবায়েত মাহমুদ হাসিব, মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল শমশের, লক্ষ্মীছড়ি জোন কমান্ডার লে. কর্ণেল মো: মিজারনুর রহমান মিজান ছাড়াও সামরিক বাহিনীর পদস্থ কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।

আনন্দ র‌্যালিটি গুইমারা মডেল উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গুইমারা রিজিয়ন মাঠে পয়লা বৈশাখ উপলক্ষে আয়োজিত ৩তিন ব্যাপী বৈশাখী মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। ফিতা কেটে, বেলুন ও শান্তির প্রতীক পায়রা উঠিয়ে মেলার উদ্ধোধন করেন রিজিয়ন কমান্ডার। মেলা মাঠে মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী জলকেলি খেলায় পুরুষ দলে এবং রিজিয়ন কমান্ডারের সহধর্মিনী নারী দলে বিভক্ত হয়ে জলকেলিতে অংশগ্রহণ করেন। পরে তিনি আমন্ত্রিত অতিথি বৃন্দকে নিয়ে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

Read Previous

পানছড়িতে ছুরিকাঘাতে চাচা ভাতিজা আহত

Read Next

মারমাদের ঐতিহ্যবাহী পানি খেলা