দ্রব্য মূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে গুইমারা বিএনপি

গুইমারা প্রতিনিধি:  গুইমারা উপজেলা বিএনপির ইউচুপ এর সভাপতিত্বে দুর্নীতি এবং বাজার অব্যবস্থাপনার কারণে তেল, গ্যাস, পানি, বিদ্যুৎ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে গুইমারা উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন।
৫ মার্চ গুইমারা উপজেলা বিএনপির কার্যালয়ে সাধারণ সম্পাদক মোঃ নবী হোসেনের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, মোঃ সোহাগ। বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এডঃ মালেক মিন্টু। গুইমারা উপজেলা কৃষক দলের সভাপতি, মাহাবুব হোসেন। মহিলা দলের সাধারণ সম্পাদক,মিশিপ্রু মারমা। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক, পারভেজ হোসেন।  উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক, আলাউদ্দিন আরিফ, যুবদলের আহ্বায়ক, সালমান হোসেন। উপজেলা বিএনপির সহ-সভাপতি, তাজুল ইসলাম। সহ-সভাপতি,এস.এম মিলন। প্রধান অতিথির সফরসঙ্গী জেলা ছাত্রদলের সহ-সাংগঠনীক সম্পাদক আশিকুর রহমান সহ ওয়ার্ড ও ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
বক্তারা সরকারের সমালোচনা করে বলেন, রাতের ভোটের সরকার জনগনের কখনো দুঃখ সুখ বুঝার চেষ্টা করেননা। লাগামহীন ছাড়া ঊর্ধ্বগতির দুর্নীতি এবং অব্যবস্থাপনার কারণে তেল, গ্যাস, পানি, বিদ্যুৎ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের দিনদিন বেড়েই চলেছে। তাই সরকারের পতন ছাড়া সাধারণ মানুষের শান্তি মিলবেনা বলেও হুশিয়ার করে ঐক্যব্ধ আন্দোলনে নামার ঘোষণা দেন বক্তারা।

Read Previous

গুইমারা কলেজে দুই ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা

Read Next

রামগড়ে বিএনপি’র সমাবেশে হামলা; পাল্টা পাল্টি অভিযোগ