মানিকছড়িতে ‘বৈশাখী টি-২০’ক্রিকেট’র ফাইনাল

মানিকছড়ি প্রতিনিধি: মানিকছড়ির সাবেক ক্রিকেটারদের উদ্যোগে আয়োজিত ‘বৈশাখী টি-২০’ টুর্নামেন্টের ফাইনালে ১১ মে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন উপজেলার ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন‘একতা যুব সংঘ’। রানার আপ মুহামনি সান ফ্লাওয়ার একাদশ। সেরা খেলোয়াড় রাজু ও সেরা উদীয়মান খেলোয়াড় মামুন (একতা),সেরা উইকেট কিপার সুমন (দুরন্ত)নির্বাচিত হয়েছেন।

মানিকছড়ির রাণী নিহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মাস ব্যাপি সাবেক ক্রিকেটারদের উদ্যোগে আয়োজিত ‘বৈশাখী টি-২০’ক্রিকেট টুর্নামেন্টে ১১ মে ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করেন উপজেলার ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন‘একতা যুব সংঘ’ বনাম মুহামনির‘সান ফ্লাওয়ার একাদশ’। খেলার শুরুতে মহামুনি সানফ্লাওয়ার একাদশ টসে জিতে ব্যাট করেন এবং ১৯ ওভার ৪ বলে  ১০০ রান করে অল আউট হয়ে যান। পরে একতা যুব সংঘ মাত্র ৬ ওভার ৩ বলে ১০১রান নিয়ে বিজয় নিশ্চিত করেন।   ১৮টি দলের অংশ গ্রহন উপজেলায় ‘বৈশাখী টি-২০’ টুর্নামেন্ট আয়োজন করেন সাবেক ক্রিকেটারগণ।

১১ মে বিকালে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও যোগ্যাছোলা ইউপি চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দীন, সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোফাজ্জল হোসেন, যুবলীগেরসহ-সভাপতি মো. সামাউয়ন ফরাজী সামু, যুবলীগ সাধারণ সম্পাদক মো. জাহেদুল আলম মাসুদ, একতা যুব সংঘের শহীদুল্লাহ সজীব, মো. হানিফ,মো. আশরাফুল ইসলাম, মো. আউয়াল,মো. হোসেন মো. হাসান,মো. ইউছুফ,মো.বেলাল হোসেন প্রমূখ।

অতিথিরা অপরাজিত চ্যাম্পিয়ন উপজেলার ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন একতা যুব সংঘের হাতে ৫ হাজার টাকা এবং রানার আপ মুহামনি সান ফ্লাওয়ার একাদশের হাতে ৩ হাজার টাকাসহ সেরা খেলোয়াড় ওমর ফারুক রাজুকে ১হাজার টাকা, সেরা উদীয়মান খেলোয়াড় মামুনুর রশিদ   (একতা) ও সেরা উইকেট কিপার সুমন এর হাতে (দুরন্ত) ট্রপি তুলে দেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post