মানিকছড়ির যোগ্যাছোলা ইউনিয়ন নির্বাচনের তফসিল ঘোষণা

মানিকছড়ি প্রতিনিধি :  খাগড়াছড়ি জেলার  মানিকছড়ি উপজেলার ৩ নং যোগ্যাছোলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে তফশীল ঘোষণা করেছেন নির্বাচন কমিশন।

মানিকছড়ি উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ২০১৬ সালে উপজেলার ৪টি ইউনিয়নে একযোগে নির্বাচনের তফশীল ঘোষণা হলেও সীমানা বিরোধ সংক্রান্ত জনৈক ব্যক্তির মামলার প্রেক্ষিতে আদালতের নির্দেশে প্রচারণার শেষ মূর্হুত্বে এসে উপজেলার ৩ নং যোগ্যাছোলা ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। ফলে দীর্ঘ সময় পর মামলার নিস্পত্তি হওয়ায় গত ১০ জুন নির্বাচনী তফশীল ঘোষণা করেন নির্বাচন কমিশন।

ঘোষিত তফশীল অনুযায়ী আগামী ২৪ জুন প্রার্থীদের নমিনেশন দাখিলের শেষ দিন। ২৬ জুন বাছাই, ৩ জুলাই প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন এবং ২৫ জুলাই নির্বাচন অনুষ্টিত হবে।

এদিকে দীর্ঘ দিন পর তফশীল ঘোষণার খবরে ভোটারদের মাঝে প্রাণচাঞ্চলতার পাশাপাশি সম্ভাব্য প্রার্থীরা নড়েচড়ে বসেছেন। ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থীরা মাঠে নেমে পড়েছেন। আগামী ২/৪ দিনে মধ্যে সম্ভাব্য প্রার্থী সর্ম্পকে ধারণা পাওয়া যাবে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post