লামায় কারিতাস টেকনিক্যাল ট্রেনিং কোর্সের সনদ বিতরণ

লামা (বান্দরবান) প্রতিনিধি: বান্দরবানের লামায় ছয়মাস ব্যাপী কারিতাস টেকনিক্যাল ট্রেনিং কোর্সের সমাপনী সনদপত্র বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহষ্পতিবার সকালে কারিতাস অফিস ক্যাম্পাসে স্থাপিত মোবাইল টেকনিক্যাল সেন্টারে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

চট্টগ্রাম আঞ্চলিক টেকনিক্যাল অফিসার আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নির্বাহী অফিসার নুর-এ-জান্নাত রুমী প্রধান অতিথি থেকে উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ ও পুরস্কার বিতরণ করেন। এসময় প্রকল্প বাস্তবায়ন অফিসার মজনুর রহমান, কারিতাস স্যাপলিং সমন্বয়ক মোহাম্মদ ইয়াহিয়া, কারিতাস মাঠকর্মকর্তা কামাল উদ্দিন, ইনস্ট্রাক্টর কবির আহামদ ও প্রেসক্লাব সভাপতি প্রিয়দর্শী বড়–য়া প্রমুখ বিশেষ অতিথি ছিলেন।

উল্লেখ্য, কারিতাস চট্টগ্রাম অঞ্চল পরিচালিত ‘সাঙ্গু মোবাইল টেকনিক্যাল ট্রেনিং সেন্টার’ ছয়মাসের কোর্সে এমব্রয়ডাইরী, সেলাই ও কারিগরি বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়। উক্ত তিনটি ট্রেডে সর্বমোট ৪৫ জন যুবক-যুবতিকে প্রশিক্ষণ দিয়ে আত্মকর্ম সংস্থানের সুযোগ করে দিয়েছেন।

Read Previous

পানছড়িতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে থাকার ঘোষণা দিলেন জেলা প্রশাসক

Read Next

যথাযোগ্য মর্যাদায় কবরে শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা আলী আকবর