হরতাল নেই, পার্বত্য বাঙ্গালি ছাত্র পরিষদের নতুন কর্মসূচি

প্রেস বিজ্ঞপ্তিঃ গত ১৬ এপ্রিল ২০১৮ ইং,খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার মাইসছড়ি নামক এলাকায় মাটিরাঙা উপজেলার তিন বাঙ্গালী ব্যাবসায়ী উপজাতি সন্ত্রাসী দ্বারা অপহৃত হন।আজ অপহরণের ১১ তম দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত প্রশাসন অপহৃতদের উদ্ধার করতে ব্যার্থ হয়েছেন। বর্তমানে পার্বত্য চট্টগ্রামে উপজাতি সন্ত্রাসীগোষ্ঠী প্রশাসনের এহেন নিষ্ক্রিয় দুর্বলতার সুযোগ নিয়ে অত্র অঞ্চলে সাধারণ বাঙ্গালীদের পাশাপাশি সাধারণ উপজাতি হত্যা,ধর্ষণ,খুন,গুম,চাঁদাবাজি দিন দিন অতিমাত্রায় ক্রমান্বয়ে বেড়েই চলছে।

পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে প্রশাসনকে বেধে দেওয়া ৭২ ঘণ্টা সময় আজ অতিবাহিত হলেও অপহৃত তিন বাঙ্গালীকে এখন পর্যন্ত প্রশাসন উদ্ধার করতে ব্যার্থ হয়েছে।

তাই পূর্বের ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে আগামী কাল ২৬/০৪/২০১৮ ইং রোজ বৃহাস্পতিবার খাগড়াছড়ি জেলায় অবরোধ কর্মসূচী পরিবর্তন পূর্বক আগামীকাল থেকে ধারাবাহিক কর্মসূচী ঘোষণা করা হলঃ

১। ২৬শে এপ্রিল বৃহসপ‌তিবার তিন পার্বত্য জেলা সদরে (রাঙ্গামাটি,খাগড়াছড়ি,বান্দরবান)বিক্ষোভ মিছিল।

২। ২৮শে এপ্রিল শ‌নিবার তিন পার্বত্য জেলার সকল উপ‌জেলা সমূ‌হতে মানববন্ধন।

৩। ২৯ এপ্রিল পার্বত্য চট্টগ্রাম বাঙ্গালী গণহত্যা দিবস পালন।

৪। ৩০শে এপ্রিল তিন পার্বত্য জেলায় (রাঙ্গামাটি,খাগড়াছড়ি,বান্দরবান) জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও ও প্রধানমন্ত্রী বরাবর স্বারক‌লি‌পি প্রধান। উক্ত কর্মসূচীতে তিন পার্বত্য জেলার(রাঙ্গামাটি,খাগড়াছড়ি,বান্দরবান)এর সকল স্তরের জনগণকে উক্ত কর্মসূচী সর্বাত্মক এবং শান্তিপূর্ণভাবে পালনের জন্য আহব্বান জানান পার্বত্য বাঙ্গালি ছাত্রপরিষদের সাধারণ সম্পাদক।

Read Previous

অপহৃত ৩ ব্যবসায়ীকে উদ্ধারে কর্মসূচি

Read Next

বিশ্ব ম্যালেরিয়া দিবসে মানিকছড়িতে র‌্যালি, আলোচনা