• December 11, 2024

খাগড়াছড়িতে জেলা পর্যায়ে জাতীয় শিশু কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

 খাগড়াছড়িতে জেলা পর্যায়ে জাতীয় শিশু কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে জেলা পর্যায়ে জাতীয় শিশু কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা -২০২৪ এর পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে খাগড়াছড়ি শালবাগান সদর উপজেলা মডেল মসজিদ কমপ্লেক্স মিলনায়তন কক্ষে পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশন খাগড়াছড়ির উপ-পরিচালক মোহাম্মদ খলিলুর রহমানের সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ শহিদুজ্জামান।

ইসলামিক ফাউন্ডেশনের মাঠ পরিদর্শক মো. কাইয়ূম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, খাগড়াছড়ি সদর উপজেলার মডেল মসজিদ মুয়াজ্জিন হাফেজ মাওলানা মোঃ মিজানুর রহমান, খাগড়াছড়ি সদর উপজেলার কুমিল্লা টিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুদ্দিন মিঠু, কালেক্টরেট জামে মসজিদের খতিব মাওলানা হাবিবুল্লাহ জাহাঙ্গীর।

পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান বক্তব্য বলেন, শিক্ষার্থীদের যদি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করানো যায়। যেমন খেলাধুলা, কুইজ প্রতিযোগিতা সহ বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করে তাহলে তারা বিপথে যাবে না। সন্তানরা মাদকসহ বিভিন্ন খারাপ অভ্যাস থেকে দূরে থাকবে। প্রতিযোগিতায় অংশগ্রহণে তাদের মেধার উন্নতি  হবে। এবং একদিন তারা জাতীয় জীবনে ভূমিকা রাখতে পারবে বলে আমি মনে করি।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post