খাগড়াছড়ি জেলা প্রশাসকের পূজা মন্ডপ পরিদর্শন
স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ির বিভিন্ন উপজেলাসহ লক্ষ্মীছড়ি শ্রী শ্রী ব্রাম্মময়ী কালি মন্দির পরিদর্শন করেছেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো: সহিদুজ্জামান ও পুলিশ সুপার আরেফিন জুয়েল। বৃহস্পতিবার সন্ধায় কালি মন্দির পরিদর্শনে আসেন জেলার কর্তা ব্যক্তিরা। এসময় লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়া, সহকারি কমিশনার (ভূমি) ছেনমং রাখাইন, হকারী পুলিশ সুপার (মানিকছড়ি সার্কেল) এ কে এম কামরুজ্জামান, থানার অফিসার ইনচার্জ মু. খালেদ হোসেন উপস্থিত ছিলেন।
এছাড়াও উপজেলা বিএনপির সভাপতি মো: ফোরকান হাওলাদার, সাবেক ভাইস চেয়ারম্যান অংগ্য প্রু মারমাসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক উপস্থিত ছিলেন। লক্ষ্মীছড়ি কালি মন্দিরের পুজা উদযাপন কমিটির সভাপতি রিংকু দাশ অতিথিদের ফুল দিয়ে অভ্যর্থনা জানান। এদিকে মাটিরাঙ্গা ও মানিকছড়ি উপজেলার শারদীয় দুর্গোৎসব এর বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন করেন জেলা প্রশাসক।
খাগড়াছড়ি জেলা প্রশাসক মো: সহিদুজ্জামান বলেন, সকল সম্প্রদায়কে সম্প্রীতি বন্ধন সুদৃঢ় করার অনুরোধ করেন। ধর্ম যার যার উৎসব সবার। দুর্গাপুজার সকল ধরনের নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সনাতন ধর্মালম্বীরা সকলেই উৎসবমুখর পরিবেশে নির্ভিগ্নে শারদীয় দুর্গোৎসব পালন করবে সেই প্রত্যাশা করেন তিনি।