খাগড়াছড়ি জেলা বিএনপির সাথে পানছড়ি উপজেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
সৈয়দ এম এ বাসার, পানছড়ি: খাগড়াছড়ি জেলা বিএনপির সাথে পানছড়ি উপজেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
৬ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৪ঘটিকায় জেলা বিএনপির সভাপতি বাসভবনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্হান বিষয়ক সহ সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া।
জেলা বিএনপির সহ সভাপতি ও উপজেলা বিএনপি সভাপতি মোঃ বেলাল হোসেন এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আফছার, যুগ্ন সাধারণ সম্পাদক অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুর রব রাজা, পানছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী সঞ্চলনায় আরো উপস্থিত ছিলেন, সিঃ সহসভাপতি মোঃ সিরাজুল ইসলাম, যুব দলের সদস্য সচিব মোঃ সেলিম কোম্পানি।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,আমাদের সামনে সু সংগঠিত হয়ে নির্বাচনের জন্য কাজ করতে হবে।