জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আঃ রব রাজার মাতা জহুরা বেগমের মৃত্যুতে ওয়াদুদ ভূইয়ার শোক প্রকাশ
স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আঃ রব রাজার শ্রদ্ধেয়া মাতা জহুরা বেগমের মৃত্যুতে জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি ওয়াদুদ ভূইয়ার শোক প্রকাশ করেছেন।
খাগড়াছড়ি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আঃ রব রাজার শ্রদ্ধেয়া মাতা জহুরা বেগম আজ ২২জুলাই ২০২২, শুক্রবার বিকাল ৪ঘটিকার সময় বার্ধক্যজনীত কারনে নিজ বাস ভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
মৃত্যুকালে উনার বয়স হয়েছিল প্রায় ১০২বছর। বর্তমানে উনার ৪ ছেলে, ৩ মেয়ে সহ অসংখ্য নাতি ,নাতনি, আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। উনার মৃত্যুর খবর খাগড়াছড়ি শহর সহ পুরো জেলায় ছড়িয়ে পড়লে বিএনপি পরিবারের মাঝে শোকের ছায়া নেমে আসে।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির কর্মসংস্থান বিষয়ক সহ সম্পাদক, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি ওয়াদুদ ভূইয়া উনার মৃত্যুতে মর্মাহত হয়ে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। মহান আল্লাহপাক উনাকে জান্নাতবাসী করুন।- বার্তা প্রেরক নিপু আহমেদ সহ দপ্তর সম্পাদক জেলা বিএনপি, খাগড়াছড়ি।