দীঘিনালায় জশনে জুলুছ পালিত

 দীঘিনালায় জশনে জুলুছ পালিত

মো: আল আমিন, দীঘিনালা: খাগড়াছড়ির দীঘিনালায় পবিত্র জশনে জুলুছে ঈদ-ই মিলাদুন্নবী (সঃ) উৎডাপন উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অুনষ্ঠিত হয়েছে। ১৬ সেপ্টেম্বর সোমবার সকালে আহলে সুন্নাত ওয়াল জামাত দীঘিনালা শাখার আয়োজনে এ অনুষ্ঠান পালিত হয়।

কবাখালি, বোয়ালখালি, মেরুং ও বাবুছড়া থেকে শোভাযাত্রা নিয়ে দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজ গেটের সামনের মোড়ে মিলিত হয়ে বিশাল শোভাযাত্রায় আংশ গ্রহন করে।

র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে সড়ক ও জনপথ কার্যালয়ের সামনে আলোচনা সভায় মিলিত হয়। সভায় সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জামাত এর উপজেলা শাখার সভাপতি মাওলালা মো. আসলাম উদ্দিন। সংগঠনের যুগ্ন সম্পাদক মাওলানা মো. তৌহিদুল আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন জুলুছ উৎযাপন কমিটির আহবায়ক হাফেজ মাওলানা আব্দুছ ছবুর আল কাদরী, উপজেলা শাখার সম্পাদক মাওলানা মো. শাহজাহান শিরাজী, মাওলানা মো. আবুল বাশার, মাওলানা মো. সেলিম, মাওলানা মো. রাশেদুল আলম এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন প্রমূখ।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post