• December 13, 2024

পানছড়িতে যৌথ অভিযানে অস্ত্রসহ ইউপিডিএফ সদস্য আটক

 পানছড়িতে যৌথ অভিযানে অস্ত্রসহ ইউপিডিএফ সদস্য আটক

স্টাফ রিপোর্টার:  পানছড়িতে সেনা ও বিজিবির যৌথ অভিযানে ইউপিডিএফ এর একজনকে পিস্তল ও গুলিসহ আটক করা হয়েছে।

নিরাপত্তাবাহিনীর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫ আগস্ট বৃহস্পতিবার পানছড়ির মধুমঙ্গল পাড়ায় সন্ত্রাসীরা চাঁদা আদায় করছে এমন গোপন সংবাদের ভিক্তিতে সেনাবাহিনী ও বিজিবি যৌথভাবে অভিযান পরিচারনা করে। এসময় সন্ত্রাসীরা এলোপাতাড়ী গুলি বর্ষণ করতে করতে জঙ্গলে পালিয়ে যায় এবং ১জনকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়।

আটককৃত জ্যোতি চাকমা (২১) প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফ এর ১ জন সশস্ত্র সন্ত্রাসী। তার কাছ থেকে ১টি পিস্তল ও ২ রাউন্ড গুলি, চাঁদা আদায়ের রশিদ বই, ১টি মোবাইল উদ্ধার করা হয়েছে। পানছড়ি থানার অফিসার্স ইনচার্জ মোঃ দুলাল হোসেন থানায় হস্তান্তরের সত্যতা নিশ্চিত করে বলেন, মামলা দায়ারের প্রক্রিয়া চলছে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post