• April 29, 2025

পার্বত্য চট্টগ্রাম রেগুলেশন বাতিলের ষড়যন্ত্র বন্ধের দাবিতে খাগড়াছড়িতে সমাবেশ

 পার্বত্য চট্টগ্রাম রেগুলেশন বাতিলের ষড়যন্ত্র বন্ধের দাবিতে খাগড়াছড়িতে সমাবেশ

স্টাফ রিপোর্টার: পার্বত্য চট্টগ্রাম রেগুলেশন ১৯০০ বাতিলের ষড়যন্ত্র বন্ধের দাবিতে খাগড়াছড়িতে  গণসমাাবেশ বিক্ষোভ মিছিল করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।

১৮ জুলাই বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি জেলা সদরের চেঙ্গী স্কোয়ারে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন উপজেলা থেকে ছাত্র-যুবক ও নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল ১০টায় প্রধান মিছিলটি খাগড়াছড়ি সদর উপজেলা মাঠ থেকে শুরু করতে চাইলে পুলিশ বাধা দেয়ার চেষ্টা করে। তবে বিক্ষুব্ধ জনতার চাপের মুখে পরে মিছিল নিয়ে চেঙ্গী স্কোয়ার পর্যন্ত তারা সম্মত হয় এবং মিছিলটি চেঙ্গী স্কোয়ারে যায়। তার আগে বাস টার্মিনাল থেকে একটি মিছিল চেঙ্গী স্কোয়ারে পৌছায় এবং সেখানে মিছিলকারীরা সিএইচটি রেগুলেশন বাতিল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দিতে থাকেন।

এরপর গণসমাবেশ চলাকালে ডিসি অফিস এলাকা থেকে শাপলা চত্ত্বর, মহাজন পাড়া হয়ে অপর আরো একটি মিছিল চেঙ্গী স্কোয়ারে সমাবেশে এসে মিলিত হয়। এর আগে তারা দীঘিনালা উপজেলা দিক থেকে এসে আধা ঘন্টার অধিক সময় ধরে আদালত গেইটে জমায়েত হয়ে বিভিন্ন শ্লোগান দিয়ে অবস্থান করেছিলেন।

চেঙ্গী স্কোয়ারে অনুষ্ঠিত গণসমাবেশে বক্তব্য রাখেন, ইউপিডিএফ-এর সংগঠক লালন চাকমা, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের কেন্দ্রীয় সভাপতি কনিকা দেওয়ান, গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বরুন চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি নীতি শোভা চাকমা ও পাহাড়ি ছাত্র পরিষদের জেলা সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য শান্ত চাকমা।

গণসমাবেশ থেকে বক্তারা পার্বত্য চট্টগ্রাম রেগুলেশন বহাল রাখার দাবি জানিয়ে বলেন, সরকার যদি তার আদালতকে ব্যবহার করে এই আইন বাতিল করে দেয় তাহলে পাহাড়ে অচলাবস্থা সৃষ্টি হলে তার দায়ভার সরকারকে নিতে হবে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post