• March 16, 2025

ফিলিস্তানে ইসরাইলি আগ্রাসন ও  নির্যাতনের প্রতিবাদে মানিকছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ 

 ফিলিস্তানে ইসরাইলি আগ্রাসন ও  নির্যাতনের প্রতিবাদে মানিকছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ 
মানিকছড়ি(খাগড়াছড়ি)প্রতিনিধি: ফিলিস্তানে অবৈধ ইসরাইলি আগ্রাসন ও মুসলিম নির্যাতনের প্রতিবাদে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় খাগড়াছড়ি কওমী মাদরাসা ও ওলামা ঐক্য পরিষদ, মানিকছড়ি উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার বাদ আসর মানিকছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে কওমী মাদরাসা ও  কওমী ওলামা ঐক্য পরিষদের ব্যানারে কয়েক শত মুসল্লী, মাদরাসা শিক্ষক, শিক্ষার্থীদের উপস্থিতিতে ইসরায়েলি বিরোধী শ্লোগান, ফেস্টুনসহকারে বিক্ষোভ মিছিল নিয়ে আমতলা চত্বরে গিয়ে উপজেলা কওমী মাদরাসা ও ওলামা ঐক্য পরিষদের সভাপতি মাওলানা মো. হাফেজ ফজলুল হকের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য উপজেলা ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মাওলানা মো. জুবায়ের হোসেন, খাগড়াছড়ি জেলা কওমী ওলামা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা মো. ইব্রাহীম খলীল, মাওলানা মো. নাছির উদ্দীন, মাওলানা নুরুল কবির, মাওলানা মো. জসিম উদ্দীন, মাওলানা মো. ফরিদুল আলম, মাওলানা মুফতি মো. দিদারুল ইসলাম,মাওলানা মো. সিরাজুল ইসলাম প্রমূখ।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post