খাগড়াছড়ি প্রতিনিধি: কাউন্সিল অব ভোক্তা অধিকার বাংলাদেশ 'সিআরবি' খাগড়াছড়ি জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) বিকাল সাড়ে
খাগড়াছড়ি প্রতিনিধি: কাউন্সিল অব ভোক্তা অধিকার বাংলাদেশ ‘সিআরবি’ খাগড়াছড়ি জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪ টায় খাগড়াছড়ি আল আমিন বারীয়া মার্কেট চৌধুরী বিল্ডিং সংলগ্ন আলোকিত খাগড়াছড়ি ডটকম’র কার্যালয়ে এ কমিটি গঠন করা হয়।
উন্নয়নকর্মী বিনোদন ত্রিপুরাকে আহ্বায়ক ও সাংবাদিক মোঃ আবদুর রউফকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট কাউন্সিল অব ভোক্তা অধিকার বাংলাদেশ-সিআরবি’র খাগড়াছড়ি জেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
কাউন্সিল অব ভোক্তা অধিকার বাংলাদেশ-সিআরবি’র খাগড়াছড়ি জেলা আহবায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন, যুগ্ম আহবায়ক সাংবাদিক মোঃ মোবারক হোসেন, যুগ্ন সদস্য সচিব তেপান্তর চাকমা, সদস্য এডভোকেট গৌরী প্রভা দে, মংশিনু মগ, আবুল হাসেম, কৌশল চাকমা, মিল্টন চাকমা কলিন, মফিজুল ইসলাম ও মোঃ শাকিল।
কাউন্সিল অব ভোক্তা অধিকার বাংলাদেশ-সিআরবি’র খাগড়াছড়ি জেলা আহ্বায়ক কমিটিতে ২ সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা কমিটিও গঠন করা হয়েছে। উপদেষ্টা কমিটির উপদেষ্টা হলেন, এডভোকেট জসিম উদ্দিন মজুমদার ও ধীমান খীসা।
এসময় কাউন্সিল অব ভোক্তা অধিকার বাংলাদেশ-সিআরবি’র খাগড়াছড়ির উপদেষ্টা ধীমান খীসা বলেন, কাউন্সিল অব ভোক্তা অধিকার বাংলাদেশ-সিআরবি’র প্রধান কাজ হচ্ছে জনসাধারণকে ভোক্তা অধিকার বিষয়ে সচেতন করা এবং ভোক্তা অধিকার লঙ্ঘনের বিষয়ে গবেষণা পত্র প্রকাশ করা। ভোক্তা অধিকার আইনের সুফল জন-সাধারণের কাছে দ্রুত পৌছে দিতে সদস্য নির্বাচনের ক্ষেত্রে তথ্য-প্রযুক্তি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দক্ষ ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়ার উপর বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।
উপদেষ্টা এডভোকেট জসিম উদ্দিন মজুমদার বলেন, নিরাপদ খাদ্যের নিশ্চয়তা বিধানে “ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯” সংশোধন ও ভোক্তা অধিকার সংরক্ষণের জন্য “ ভোক্তা অধিকার সংরক্ষণ মন্ত্রণালয় ” প্রতিষ্ঠার দাবিতে জন-মতগঠন এবং গণ-স্বাক্ষর সংগ্রাহ করতে হবে। সামাজিক অপরাধের সাথে নয়, নিজের সৎ উপার্জিত অর্থের কিছু অংশ যারা ভোক্তা অধিকার সুরক্ষায় ব্যয় করতে আগ্রহী এমন স্বেচ্ছাসেবীদের নিয়েই খাগড়াছড়ি কমিটি গঠনের উপর গুরুত্ব দেওয়া হয়। এই কমিটি অনুমোদন পেলে খুব শিগ্রই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানা গেছে।