• April 29, 2025

বেলছড়ি ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত

 বেলছড়ি ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি ইউনিয়ন পরিষদের ২০২৩-২০২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।
২৮ মে রোববার সকাল ১১টার দিকে বেলছড়ি ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে বেলছড়ি ইউনিয়ন পরিষদের উম্মুক্ত বাজেট সভায় বেলছড়ি ইউনিয়ন পরিষদের সচিব মো: নাজমুল হাসান এর সঞ্চালনায় বেলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: রহমত উল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো:রফিকুল ইসলাম।
এসময় বেলছড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ, বেলছড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো: নজরুল ইসলাম, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো: আমান উল্ল্যাহ, সাবেক মাটিরাঙ্গা উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো: দেলোয়ার হোসেন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
উন্মুক্ত বাজেট সভায় বেলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রহমত উল্লাহ ২০২৩-২০২৪ অর্থ বছরের ৯৬লাখ টাকার বাজেট ঘোষণা করেন।
এর আগে সকাল ১০টার দিকে বেলছড়ি ইউনিয়ন পরিষদের মাসিক আইন শৃঙ্খলা ও চোরাচালান নিরোধ সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় অন্যন্যের মধ্যে বেলছড়ি বিওপি কমান্ডার নায়েব সুবেদার আব্দুর রাজ্জাক, বেলছড়ি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো: আমির হোসেন, ২ নং ওয়ার্ড মেম্বার আল আমিন, ১নং ওয়ার্ড মেম্বার মো: টিপু সুলতান,  ৬ নং ওয়ার্ড মেম্বার রুহল আমিন, বিশিষ্ট সমাজ সেবক মো: বাহার উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মো: অহিদুর রহমান সহ জনপ্রতিনিধি, হেডম্যান, কার্বারি, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post