বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনার পানছড়িতে
মোফাজ্জল হোসেন ইলিয়াছ: বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনার ২০১৯-২০২০ খাগড়াছড়ি জেলার পানছড়িতে অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬ই ফেব্রুয়ারি) উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ হল রুমে সকাল ১০টা থেকে অনুষ্ঠিত দিন ব্যাপী সেমিনারে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, ওসি তদন্ত, উপজেলা প্রশাসনের বিভাগীয় কর্মকর্তা, নির্বাচিত জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক/শিক্ষিকা, ছাত্র/ছাত্রীগন।
সেমিনারে খাগড়াছড়ি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শরিফুল ইসলাম বৈদেশিক কর্মসংস্থানে একজন কর্মির সার্বিক শিক্ষার উপর আলোচনা করেন।