মহালছড়ি লেমুছড়িতে বিঝু কাপ উদ্বোধন

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি পার্বত্য চট্টগ্রামে বসবাসরত মানুষের বৈসাবি উৎসব শুরু হয়েছে মহালছড়ি উপজেলার লেমুছড়িতে। ২ এপ্রিল বুধবার বিকাল ৩ টার সময়ে স্থানীয় তরুণ তরুণীরা নিজ নিজ সম্প্রদায়ের পোষাক পরে অংশগ্রহণ করেন উদ্বোধনী অনুষ্ঠানে।
পরে উপস্থিত অতিথিরা বেলুন উড়িয়ে বিজু ফুটবল টুর্নামেন্টে আনুষ্ঠানিকতা উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুইয়া। উদ্বোধনও অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহালছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও লেমুছড়ি পটোপট্ট্য ক্লাবের প্রতিষ্ঠাতা সোনা রতন চাকমা, বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবসার, খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অনিমেষ চাকমা, মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন সহ উপজেলা বিশিষ্ট ব্যক্তি ও গনমাধ্যমে কর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে ওয়াদুদ ভূইয়া বলেন, পার্বত্য চট্টগ্রাম দেশের অন্য ৬১টি জেলার থেকে ভিন্ন, এখানে নানান জাতি গোষ্ঠী ও সম্প্রদায়ের মানুষ একসাথে মিলেমিশে বসবাস করে। বৈসুক সাংগ্রাই বিজু পার্বত্য চট্টগ্রামের মানুষের প্রধান সামাজিক উৎসব। তিনি তরুণ প্রজন্মের খেলাধুলা এবং পড়ার টেবিলে মন দেওয়া প্রতি মনোযোগী হওয়ার আহ্বান জানান।