মানিকছড়িতে অপহৃত আব্দুল কাদেরকে উদ্ধারের দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
মানিকছড়ি প্রতিনিধি: গত ৫ই এপ্রিল খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার খাড়িছড়া এলাকা থেকে অপহৃত আব্দুল কাদেরকে উদ্ধারের দাবীতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও স্বারকলিপি প্রদান করেছে পাবর্ত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।
বুধবার বেলা ১১টায় উপজেলার মুহামনি বাস স্ট্যান্ড থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে চট্টগ্রাম—খাগড়াছড়ি সড়ক পদক্ষিণ করে মিছিলটি আমতলে এসে জনসমাবেশে মিলিত হয় বিক্ষুব্ধ জনতা।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় সভাপতি কাজি মজিবুল হক, সাধারণ সম্পাদক আলমগীর কবির, সিনিয়র সহ সভাপতি অধ্যাপক আবু তাহের, সাংগঠনিক সম্পাদক আনিসুজ্জামান ডালিম, খাগড়াছড়ি জেলা কমিটির সহ সভাপতি মোকতাদের হোসেন, সাধারণ সম্পাদক মো. লোকমান হোসেনসহ স্থানীয় নেতারা।
প্রতিবাদ সমাবেশ থেকে আগামি ২৪ ঘন্টার মধ্যে আব্দুল কাদেরকে নিঃশর্ত মুক্তির দাবী জানানো হয়। অন্যথায় কঠোর আন্দোলনের হুসিয়ারী দেন বক্তারা।