মানিকছড়িতে তিন সন্তানের জননী উধাও
মানিকছড়ি প্রতিনিধি: মানিকছড়ি উপজেলার একসত্যা পাড়ার মোঃ হাফেজ উল্ল্যার স্ত্রী শাহিনুর আক্তার(২৮)পিতা- আব্দুল জব্বার মেয়ে গত ১ জুন দিবাগত রাত্রে কাউকে কিছু না বলে বাড়ি হতে উধাও হয়। পরে স্বামী হাফেজ উল্লাহ বাড়িতে এসে বিভিন্ন জায়গা ও আত্মীয় সজনের বাড়ি খোঁজ করে কোথাও না পেলে তাহার বড় মেয়ে হাফছা (৯) জানান তাহার বাবাকে মা যাওয়ার সময় মেয়ে বলে যায় সে চলে যাচ্ছে, আর আসবেনা অন্য ভাই বোনকে দেখে রেখো, শাহিনুরের স্বামী হাফেজ সাংবাদিক কে জানান তাহার স্ত্রী একই এলাকার সুলতানের ছেলে নোমান(২৫)এর সাথে পরকিয়ার টানে পালিয়ে গেছে।
তাহার স্ত্রীর পিত্রালয়ের বাড়ি মহেশখালী। হাফেজ আরো বলেন, আমি হাটাজারী মনিয়াপুকুর এলাকায় একটি মাছের প্রজেক্ট চাকুরী করে মাঝে মাঝে ছুটি নিয়া বাড়ীতে বৌ বাচ্চাদের ভরন পোষন দিয়ে যাই। এই সুবাধে সে গত ১ জুন বাড়ি থেকে একসত্যা পাড়ার নোমানের সাথে উদাও হয়েছে। যাহা মানিকছড়ি থানা জিডিনং-৫০ তারিখ: ০২জুন ২০১৮ ইং। শাহিনুর আক্তার (২৮) তার দুই মেয়ে এক ছেলে রেখে গেছেন বলে জানা গেছে।