মানিকছড়িতে রাস্তার পাশ থেকে নবজাত উদ্ধার

Homeস্লাইড নিউজশিরোনাম

মানিকছড়িতে রাস্তার পাশ থেকে নবজাত উদ্ধার

স্টাফ রিপোর্টার: মানিকছড়ি উপজেলার গোদারপাড় এলাকার রাস্তার পাশ থেকে ফুটফুটে জীবিত এক নবজাতক (কন্যা) সন্তানকে উদ্ধার করে পুলিশ। শনিবার (২৬ নভেম্বর)

পানছড়িতে ১২মামলার আসামী অস্ত্রসহ আটক
সামাজিক কল্যাণে মানবিক সহায়তায় সিন্দুকছড়ি জোন
মানিকছড়িতে ৩ কেজি গাঁজাসহ ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার: মানিকছড়ি উপজেলার গোদারপাড় এলাকার রাস্তার পাশ থেকে ফুটফুটে জীবিত এক নবজাতক (কন্যা) সন্তানকে উদ্ধার করে পুলিশ।

শনিবার (২৬ নভেম্বর) বিকাল পুলিশের জরুরী সেবা ৯৯৯ নাম্বারে ফোন করে পুলিশের সহায়তা চান অজ্ঞাত এক স্থানীয়। পরে মানিকছড়ি থানা অফিসার ইনচার্জ মো. শাহানূর রহমান’র নির্দেশনায় উপজেলার গোদারপাড় এলাকার রাস্তার পাশ থেকে নবজাতককে উদ্ধার করে পুলিশ। মানিকছড়ি থানার এসআই মো. আওলাদ হোসেন জানান, পুলিশের জরুরী সেবা নাম্বার ৯৯৯-এ ফোন দিয়ে স্থানীরা বিষয়টি জানালে ঘটনাস্থলে ছুটে এসে নবজাতককে জীবিত সুস্থ্য অবস্থায় উদ্ধার করি। তবে তাৎক্ষণিক নবজাতকের কোনো পরিচয় পাওয়া যায়নি।

নবজতকটির বয়স আনুমানিক দুই দিন হতে পারে বলে ধারণা করা হচ্ছে। শিশুটি দুগ্ধজাতক হওয়া ঐ এলাকার স্থানীয় এক মহিলার কাছে অস্থায়ী ভাবে জিম্মায় রাখা হয়েছে। তবে পরবর্তিতে আইনি প্রক্রিয়া শেষে তাকে স্থায়ী জিম্মায় বা হস্তান্তরের ব্যবস্থা করা হবে।