• September 14, 2024

রামগড়ে মুক্তিযোদ্ধার সন্তান জসিম চৌধুরীর ত্রাণ বিতরণ

রতন বৈষ্ণব ত্রিপুরা, রামগড়: করোনাভাইরাসের প্রভাবে খাগড়াছড়ির রামগড় পৌরসভার ফেনীরকুল ৮নং ওয়ার্ডের কর্মহীন ও গৃহবন্ধী নিম্ন আয়ের ২৭০ পরিবারের মাঝে বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেছেন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড রামগড় উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগের সদস্য জসিম চৌধুরী। খাদ্য সামগ্রীর মধ্য রয়েছে- চাউল- ৩কেজি, আলু-১কেজি, মশারী ডাইল-৫০০গ্রাম, পিয়াজ-৫০০ গ্রাম, ডেটল সাবান(ছোট) ২ পিচ, সয়াবিন তেল-২৫০ মিলি।

বুধবার (৮ এপ্রিল) বিকেল থেকে কর্মহীন ও গৃহবন্ধী এলাকার ২৭০ পরিবারের মধ্যে নিত্য প্রয়োজনীয় এক ব্যাগ খাবার বাড়ি বাড়ি গিয়ে বিতরণ করেন।

খাদ্য সামগ্রী বিতরণকালে জসিম চৌধুরী এ প্রতিনিদিকে জানান, মক্তিযোদ্ধা পরিবারে জন্মগ্রহন করায় নিজেকে গর্ববোধ করে বলেন সময়ের এই কান্তিকালে সামর্থ্য অনুযায়ী মানুষের উপকার করার এটিই মুখ্য সময়। নিজ নিজ পাড়া মহল্লায় প্রতিনিধি ও ধনী ব্যক্তিরা যদি এসব মানুষের পাশে দাড়াঁন তাহলে কাউকে না খেয়ে মরতে হবেনা। ভবিষ্যতে এলাকার মানুষের প্রয়োজনে তিনি পাশে থাকবেন বলেও জানান।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post