লক্ষ্মীছড়িতে দূর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে আহত ২
স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় সাঁওতাল ও পাহাড়ি দূর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে ২বাঙ্গালি যুবক মারাত্বক আহত হয়ে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি হয়েছে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শিরা জানায়, রাত সাড়ে ১২টার দিকে ব্যবসায়ীক কাজ-কর্ম সেরে ফটিকছড়ি থেকে লক্ষ্মীছড়ি আসার পথে সাঁওতাল পাড়া নামক এলাকায় মোটরসাইকেল গতিরোধ করে ময়ূরখীল এলাকার ইসরাাফিল গাজির ছেলে মো: শাহেব আলী(৪২) ও মোটরসাইকেল চালক একই এলাকার দুলাল মিয়ার ছেলে মো: আনোয়ার হোসেন(২৪) কে গাড়ি থেকে জোড়পূর্বক নামিয়ে মারধর শুরু করে। এক পর্যায় চিনে ফেলায় হত্যার উদ্দেশ্যে প্রধান সড়ক থেকে দেড় কি: মি: দুরে নিয়ে জবাই করতে চাইলে কাকুতি-মিনতি করে প্রাণ ভিক্ষা চায়। এরপর বেদম প্রহার করে রাস্তায় ফেলে দূর্বৃত্তরা চলে যায়। পরে রাত আড়াইটার দিকে স্থানীয়রা উদ্ধার করে লক্ষ্মীছড়ি উপজেলা হাসপাতালে ভর্তি করে। শাহেব আলীর মাথায় ৬টি এবং আনোয়ার হোসেনের মাথায় ৪টি সেলাই দিতে হয়েছে। উন্নত চিৎসার জন্য কর্তব্যরত ডাক্তার চমেক হাসপাতালে প্রেরণ করেন।
আহত আনোয়ার হোসেন জানায়, সাঁওতাল পাড়ার হারাধনের ছেলে হৃদয় এবং আরো ২জন সুমন ও সুজনের নেতৃত্বে ধারালো দা, কিরিচ ও কাঠের বাটাম দিয়ে আঘাত করে। সাথে ২/৩জন পাহাড়িও ছিলো। মুখোশ পড়া ছিলো আরো ৭/৮জন। প্রায় ১০/১২ লোক পাহাড় থেকে নেমে অতির্কিতভাবে এ হামলা চালায়। ব্যবসায়ীক কাজে ফটিকছড়িতে গিয়েছিলো বলে জানান তিনি।
লক্ষ্মীছড়ি হাসপাতালের মেডিকেল অফিসার ডা. অঞ্জন মজুমদার জানান, প্রাথমিক শংকা কেটে গেছে, তবে এখনো ঝুকি রয়েছে। লক্ষ্মীছড়িথানার অফিসার ইনচার্জ মো: জাকির হোসাইন জানান, ঘটনাটি শুনেছি, অভিযোগ নিয়ে আসলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এ ঘটনায় বাঙ্গালি এলাকাগুলোতে উত্তেজনা বিরাজ করে। সেনাবাহিনীর টহল জোড়দার করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত যে কোনো অনাকাংখিত ঘটনায় এড়াতে স্থানীয় পাহাড়ি-বাঙ্গালি জনপ্রতিনিধিরা এ ঘটনার সুষ্ঠু বিচারের আশ^াসের কারণে পরিস্থিতি স্বাভাবিক অবস্থা বিরাজ করে।