লক্ষ্মীছড়ি বাজার পরিচালনা কমিটির আলোচনা সভা, সম্প্রীতি রক্ষায় এক মঞ্চে পাহাড়ি-বাঙ্গালি

 লক্ষ্মীছড়ি বাজার পরিচালনা কমিটির আলোচনা সভা, সম্প্রীতি রক্ষায় এক মঞ্চে পাহাড়ি-বাঙ্গালি

স্টাফ রিপোর্টার: সোমবার দুপুরের পরেই আলোচনার বিষয় ছিলো খাগড়ছড়ি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষককে পিটিয়ে হত্যাকে কেন্দ্র করে শহরের বিভিন্ন স্থানে সহিংসতার খবর। নিরাপদ আশ্রয়ের বিকল্প চিন্তা না করেই শীর্ষ রাজনৈতিক ব্যক্তি, বিশিষ্টজন ও বাজারের ব্যবসায়ীরা পাহাড়ি-বাঙ্গালি সকল নেতৃবৃন্দ মিলিত হন একই মঞ্চে।

পূর্বনির্ধারিত লক্ষ্মীছড়ি বাজার ব্যবসায়ী কমিটির আলোচনা সভার মাধ্যমে নতুন কমিটি ঘোষণা করার আয়োজন ছিলো এদিন। যথারীতি সন্ধার কিছু পড়েই বাজার সেটে বাজার কমিটির সাবেক সভাপতি রসিক কুমার চাকমার সভাপতিত্বে শুরু হয় আলোচনা সভা।

প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীছড়ি থানার অফিসার ইনচার্জ মো: জাকির হোসাইন। আলোচনা সভায় স্থান পায় পাহাড়ের সহিংসকতার খবরটিও। আলোচনায় ওঠে আসে এই উপজেলার বাহিরের কোনো গুজব, বিভ্রান্তিকর তথ্য কিংবা উত্তেজনামূলক কোনো বক্তব্য আমাদের এই লক্ষ্মীছড়িবাসীকে স্পর্ষ করতে পারবে না। যেখানে যাই ঘটুক না কেনো আমাদের লক্ষ্মীছড়ি যেনো সম্প্রীতির লক্ষ্মীছড়ি হয়। প্রায় রাত ৯টা পর্যন্ত চলে দীর্ঘ আলোচনা এবং সবশেষ নৈশভোজ।

পরে উপজেলা বিএনপির সভাপতি মো: ফোরকান হাওলাদরকে সভাপতি এবং উজ্জ¦ল বনিককে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট ৩বছর মেয়াদী কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্যরা হলেন-বেল্লাল হোসেন,সহ-সভাপতি, মো: মকবুল আহমেদ, রূপন দে, জ্যোতি চাকমা, মজিবর রহমান, এ আর খান শামীম যুগ্ম সাধারণ সম্পাদক, নারায়ণ চন্দ্র দেব অর্থ সম্পাদক, মোঃ নাছির সহঅর্থ সম্পাদক, জগতপতি দাশ সাংগঠনিক সম্পাদক, অংথই মার্মা সহ সাংগঠনিক সম্পাদক, কামরুজ্জামান মানিক দপ্তর সম্পাদক, মোঃ ইউনুছ উদ্দিন জসিম ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক, কার্য্যকারি সদস্য নারায়ণ চন্দ্র দে, ওবাইদুল ইসলাম, শিমুল চাকমা। গঠন করা হয় ৫সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটিও।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মো: ফোরকান হাওলাদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: মোবারক হোসেন। মো: মকবুল আহমেদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, অজিত বিকাশ দত্ত, হরিঞ্জন সাহা, উজ্জ্বল কুমার বনিক, সামশুল ইসলাম ও মজিবর রহমান প্রমুখ। সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা নাগরিক নিরাপত্তা কমিটির সমন্বয়কসহ বাজার ব্যবসায়ী ও বিশিষ্টজনের উপস্থিত ছিলেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post

Leave a Reply