• December 2, 2024

লামায় শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক হলেন সাহাব উদ্দিন

প্রিয়দর্শী বড়ুয়া,লামা (বান্দরবান): বান্দরবানের লামায় মাধ্যমিক পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ’২০১৯ ইং এর বিচারে মাদ্রাসা পর্যায়ে সাহাব উদ্দিন রিটু শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত হয়েছেন। শিক্ষা ক্ষেত্রে অসামান্য অবদান রাখার স্বীকৃতি হিসেবে তাকে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচন করা হয়। উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক ক্যাটাগরিতে প্রথম নির্বাচিত হন তিনি। জাতীয় শিক্ষা সপ্তাহ’১৯ উপলক্ষে গত বৃহস্পতিবার স্থানীয় টাউন হলে আয়োজিত সপ্তাহ ব্যাপী কর্মসূচী শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে তাকে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক ঘোষণা করা হয়।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমি, সরকারি মাতামুহুরী কলেজের অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ভুঁঞা, মৎস্য কর্মকর্তা জয় বনিক, প্রাণী সম্পদ কর্মকর্তা জুয়েল মজুমদার প্রমুখ বিচারক প্যানেলের সদস্য হিসিবে উপস্থিত থেকে এ ঘোষনা দেন। শিক্ষক সাহাব উদ্দিন রিটু উপজেলার লাইনঝিরি মোহাম্মদীয় দাখিল মাদ্রাসার সহকারী (গণিত) শিক্ষক ও দৈনিক আমাদের অর্থনীতির লামা প্রতিনিধি। মাদ্রাসা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত হওয়ার সত্যতা নিশ্চিত করে লামা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ভুঁঞা বলেন, উপজেলার গন্ডি পেরিয়ে তিনি এবার বান্দরবান জেলা পর্যায়ে প্রতিদ্বদ্বিতা করবেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post