খাগড়াছড়িতে জেএফএ অনুর্ধ্ব ১৪ জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশীপ উদ্বোধন

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি স্টেডিয়ামে বাংলাদেশ ফুটবল ফেডারেশন’র উদ্যোগে জেএফএ অনুর্ধ্ব ১৪ জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশীপ ১৭ জুন সোমবার বিকেলে উদ্বোধন হয়েছে।

খাগড়াছড়ি জেলা ফুটবল এসোসিয়েশনের সার্বিক ব্যবস্থাপনায় জেএফএ অনুর্ধ্ব ১৪ জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশীপ এর উদ্বোধনী অনুষ্ঠানে বেলুন উড়িয়ে মহিলা ফুটবল চ্যাম্পিয়নশীপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন প্রতিমন্ত্রী পদ-মর্যাদার শরণার্থী টাস্কফোর্স চেয়ারম্যান ও সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা। খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় অনুষ্ঠিত খেলায় স্বাগত বক্তব্য রাখেন খাগড়াছড়ির পৌর মেয়র ও চ্যাম্পিয়নশীপ আঞ্চলিক ভেন্যু কমিটির চেয়াম্যান ও খাগড়াছড়ি পৌরসভার মেয়র মো: রফিকুল আলম।

এসময় অতিথি হিসেবে উপস্থত ছিলেন খাগড়াছড়ি সদর উপজেলা চেয়ারম্যান মো. শানে আলম, অতিরিক্ত জেলা পুলিশ সুপার এম এম সালাহ উদ্দীন, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক জুয়েল চাকমা, জেলা ফুটবল এসোসিয়েশন-এর সভাপতি অনুপ কুমার চাকমা, জেলা পরিষদ সদস্য শতরুপা চাকমা এবং জেলা মহিলা ক্রীড়া সংস্থা’র সা: সম্পাদক ফারজানা আজম।

উদ্বোধনী খেলায় স্বাগতিক খাগড়াছড়ি জেলা মহিলা ফুটবল দল ও লক্ষীপুর জেলা মহিলা ফুটবল দল অংশ গ্রহণ করেন। জেএফএ অনুর্ধ্ব ১৪ জাতীয় মহিলা ফুটবল খেলায় খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী, লক্ষীপুর, রাঙ্গামাটি, সিলেট ও মৌলভীবাজার জেলা মহিলা ফুটবল দল মোট ৭ টি দল অংশ গ্রহণ করেন।

Read Previous

বাংলাদেশ-ভারত মৈত্রী সেতু-১ স্থলবন্দর পরিদর্শনে ভারতীয় হাই কমিশনার

Read Next

লামা উপজেলায় ইযাবা ট্যাবলেটসহ যুবক আটক