খাগড়াছড়ি বিএনপির অবস্থান কর্মসূচি পালন,সরকার পতনের এক দফা দাবী

স্টাফ রিপোর্টার: কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির আলোকে খাগড়াছড়ি জেলা বিএনপি অবস্থান কর্মসূচি পালন  করেছে। অবস্থান কর্মসূচি থেকে সরকার পতনের এক দফা দাবী করেছে খাগড়াছড়ি বিএনপি। খাগড়াছড়িতে বিএনপির অবস্থান কর্মসূচীতে সরকার পতনের এক দফা কর্মসূচী ঘোষনার দাবী জানিয়েছেন কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া। তিনি বলেন, সরকার গদি রক্ষায় রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করছে। মানুষ সরকারের বিরুদ্ধে  ফুঁসে উঠেছে। সরকারের বিদায় ঘন্টা বেজে উঠেছে।

নিশি রাতের ভোটের সরকারের হাতে কেউ নিরাপদ নয়। যেসব সাংবাদিক ও গণমাধ্যম সরকারের অনিয়ম ও দূর্নীতির সংবাদ প্রকাশ করছে তারাও জেল, জুলুম ও নির্যাতনের শিকার হচ্ছে। বৈরী আবহাওয়া উপেক্ষা করে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ১ এপ্রিল শনিবার বিকালে খাগড়াছড়ি জেলা বিএনপি  আয়োজিত অবস্থান কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্যে ওয়াদুদ ভূইয়া এসব কথা বলেন।

বিদ্যুৎ, গ্যাস, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, আওয়ামী লীগ সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে পূর্ব ঘোষিত ১০ দফা বাস্তবায়নে দাবীতে শনিবার দুপুরে দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন খাগড়াছড়ি জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন। খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমার সভাপতিত্বে আয়োজিত অবস্থান কর্মসূচীতে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার,যুগ্ম সম্পাদক অনিশেষ চাকমা রিংকু, জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নজরুল ইসলাম ও জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সহ সভাপতি কংচাইরী মাস্টার, ক্ষেত্র মোহন রোয়াজা, যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আ. রব রাজা, আবু তালেব, ক্ষনি রঞ্জন ত্রিপুরা, কোষাধ্যক্ষ মফিজুর রহমান, সহ-কোষাধ্যক্ষ জহির আহমেদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর হোসাইন, জেলা যুবদলের সভাপতি মাহাবুব আলম সবুজ, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান, সাধারণ সম্পাদক শাহেনা আক্তার, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক সাগর নোমান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহেদুল আলম, জেলা কৃষক দলের সভাপতি পারদর্শী বড়ুয়া, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ, মৎস্যজীবী দলের সদস্য সচিব মো. রিয়াসাদ, তাঁতী দলের সভাপতি আলমগীর মিয়া প্রমূখ।

Read Previous

ফেসবুকে মিথ্যাচারের প্রতিবাদে বিদ্যালয় পর্ষদের সংবাদ সম্মেলন

Read Next

পাহাড়ে ব্যাপক হারে আনারস চাষ করা হচ্ছে