গুইমারাতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

গুইমারা প্রতিনিধি: পার্বত্য জেলা খাগড়াছড়ির নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সহিদুজ্জামানের গুইমারা উপজেলায় শুভাগমন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

১০এপ্রিল সোমবার সকালে গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে গুইমারা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলু হোসেনের সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রক্তিম চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গুইমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান মেমং মারমা, এছাড়া আরো অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজিব চন্দ্র কর, গুইমারা হেডম্যান এসোসিয়েশনের সভাপতি ত্রিদেব নারায়ণ ত্রিপুরা, গুইমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্মল নারায়ণ ত্রিপুরা, সাবেক মুক্তিযুদ্ধা কমান্ডার ম্রাসাথোয়াই মগ, কৃষি কর্মকর্তা ওঙ্কার বিশ্বাস, গুইমারা প্রেসক্লাবের সভাপতি নুরুল আলম সহ আরো অনেকেই বক্তব্য রাখেন।

গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা রক্তিম চৌধুরী সভাপতির বক্তব্যে তুলে ধরেন, গুইমারা নতুন উপজেলা হওয়ায় অবকাঠামোগত সমস্যা থাকায় জনগণের কাঙ্ক্ষিত সেবা ও সরকারি বেসরকারি কর্মকর্তাদের কাজের সমস্যা হচ্ছে তাই সমস্যা দূরীকরণের জন্য দ্রুত ব্যবস্থা গ্রহনের জন্য জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেন।

এছাড়া আরো মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান কংজরী মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা, গুইমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্মল নারায়ণ ত্রিপুরা, হাফছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংশে চৌধুরী, সিন্দুকছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেদাক মারমাসহ সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, হেডম্যান, কার্বারী এবং ইলেকট্রনিক্স প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, শান্তি ও সম্প্রীতি থাকলে কাঙ্খিত উন্নয়ন দ্রুত এগিয়ে যাবে। গুইমারা উপজেলার সমস্যাগুলো দূত সমাধানে আন্তরিকভাবে কাজ করবেন বলে ঘোষণা দেন।

Read Previous

সিন্দুকছড়ি জোন কর্তৃক মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

Read Next

খাগড়াছড়ি সেনা রিজিয়ন কর্তৃক শান্তি বাহিনীর সদস্যদের মাঝে নগদ অর্থ বিতরণ