গুইমারাতে ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপন

Homeস্লাইড নিউজশিরোনাম

গুইমারাতে ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপন

গুইমারা প্রতিনিধি: “প্রগতিশীল প্রযুক্তি, অন্তর্ভুক্তিমূলক উন্নতি” এই প্রতিপাদ্যে খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় পালিত হয়েছে “ডিজিটাল বাংলাদেশ দিবস”।

মানিকছড়ি-লক্ষ্মীছড়ি সড়কে ব্রিজ নির্মাণ কাজ চলছে ধীরগতিতে, জনভোগান্তি বাড়ছে
খাগড়াছড়িতে একতরফা ওয়ারিশ সংক্রান্ত প্রতিবেদন দেয়ায় ইউএনও’র বিরুদ্ধে সংবাদ সম্মেলন
কাজে যোগ দিয়েই লক্ষ্মীছড়িতে লাশ হলো সিরাজগঞ্জের মঞ্জুর আলম

গুইমারা প্রতিনিধি: “প্রগতিশীল প্রযুক্তি, অন্তর্ভুক্তিমূলক উন্নতি” এই প্রতিপাদ্যে খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় পালিত হয়েছে “ডিজিটাল বাংলাদেশ দিবস”।

১২ ডিসেম্বর সোমবার সকালে খাগড়াছড়ির গুইমারা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা চেয়ারম্যান মেমং মারমাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ। এসময় বক্তব্য রাখেন, উপজেলা প্রানী ও সম্পদ বিষয়ক কর্মকর্তা আলমগীর হোসেন, গুইমারা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলু হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হিটলারুজ্জামান হাকিম, গুইমারা থানার সাব-ইন্সপেক্টর জহিরুল ইসলাম।

উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসিনা আক্তার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এবিএম কামরুজ্জামান, উপজেলা সমাজ সেবা অফিসার আফজাল হোসেন টিপু, মুক্তিযোদ্ধা ম্রাসাথোয়াই মারমা, গুইমারা প্রেসক্লাব সভাপতি নুরুল আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও স্থানীয় জনপ্রতিনিধিগণ।