জুমার নামাজে অংশ নিতে খাগড়াছড়ি ইজতেমায় মুসল্লিদের ঢল

 জুমার নামাজে অংশ নিতে খাগড়াছড়ি ইজতেমায় মুসল্লিদের ঢল

খাগড়াছড়ি প্রতিনিধি: জুমার নামাজে অংশ নিতে খাগড়াছড়ি ইজতেমায় মুসল্লিদের ঢল নেমেছে। শুক্রবার (৪নভেম্বর) ইজতেমার দ্বিতীয় দিন ধর্মপ্রাণ মুসল্লিরা আসছেন পানছড়ি,মাটিরাঙ্গা, দিঘীনালা,লক্ষীছড়ি মহালছড়িসহ খাগড়াছড়ি জেলার প্রতিটি উপজেলা থেকে।

খাগড়াছড়ি সদর গঞ্জপাড়া ব্রিকফিল এলাকায় বিশাল এলাকা জুড়ে ইজতেমা ময়দান।

নামাজের আগেই ইজতেমার পুরো প্যান্ডেল ও ময়দান কানায় কানায় ভরে গেছে। প্যান্ডেলের নিচে জায়গা না পেয়ে মুসল্লিরা রাস্তার ওপর জায়নামাজ বিছিয়ে ও রাস্তার মাঠিতেও সালাত আদায় করতে দেখা যায়। খাগড়াছড়ি জেলা তাবলিগ জামাত আয়োজিত এ ইজতেমার আখেরি মোনাজাত শনিবার।

ইজতেমা মাঠে যুবক, কিশোর, বয়োজ্যেষ্ঠ সব শ্রেণীর মানুষ ইজতেমায় এসেছেন। ঢাকা থেকে তাবলীগ জামাতের মুরুব্বি, আলেম-ওলামারা এ ইজতেমায় অংশ নিয়েছেন।আ ইনশৃঙ্খলা পরিস্থিতি ছিল সন্তোষজন।

খাগড়াছড়ি জেলা পুলিশের একাধিক টিম সার্বক্ষণিক নিরাপত্তার প্রদান করছে। পাশাপাশি সাদা পোশাকে রয়েছে,একাধিক গোয়েন্দা সংস্থার সদস্যা ।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post