মানিকছড়িতে সন্ত্রাসী হামলায় আহত ৩
আলমগীর হোসেন: মানিকছড়ি উপজেলার কালাপানি বাজার এলাকায় আজ ১৭ জানুয়ারী ভোর রাতে ফটিকছড়ি উপজেলা থেকে আসা সন্ত্রাসীদের হামলায় গুরুত্ব আহত হয়েছেন ৩ জন।
মানিকছড়ি থানা পুলিশ সূত্রে জানা যায় মানিকছড়ি ও ফটিকছড়ি উপজেলা সীমান্ত বর্তী বড়ইতলী কেরাতলী এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান বাদশা নামের এক সন্ত্রাসী ধীর্ঘ দিন ঐ এলাকায় চাঁদাবাজী, রিজাবের গাছ ছুরি, সন্ত্রাসী কর্মকান্ড করে আসছে। এলাকায় আতংক ছড়াতে নিরীহ লোকদের উপর অস্ত্রসহ হামলা চালান। এতে নিতজন গুরুত্ব আহত হন। আহতরা হলেন মনুমিয়ার ছেলে মো: শাহ আলম(৪০) আনোয়ার হোসেনরে ছেলে শাহজালাল(৩৫) হানিফ মিয়ার ছেলে মো: সুরুজ(৩৫) গুরুত্ব আহত হন। এদের সকলের বাড়ী কালাপানি বাজার এলাকায়। বর্তমানে মানিকছড়ি হাসপাতালে চিকিৎসারত আছেন।
মানিকছড়ি থানার এস.আই মাসুদ জানান, সন্ত্রাসীকে ধরতে ফটিকছড়ি থানার সাথে যোগাযোগ করে অভিযান পরিচানা করবেন।